×

সারাদেশ

লালমনিরহাটে সমন্বয়কের ওপর হামলা, আটক ২

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

লালমনিরহাটে সমন্বয়কের ওপর হামলা, আটক ২

ছবি : ভোরের কাগজ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের ওপর হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পাটগ্রাম পৌরসভার কোটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলায় ছাত্র সমন্বয়ক গোলাম আজমের সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বুধবার রাতে কথা কাটাকাটি হয় প্রতিবেশী দেদুল মিয়ার।

এদিকে বৃহস্পতিবার সকালে পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় হাঁটতে বের হন গোলাম আজম। এ সময় আগের দ্বন্দ্বের জের ধরে প্রতিবেশী দেদুল মিয়া (৫৯), তার ছেলে সজিব মিয়া ওরফে টাইগার (২৬) ও রহিদুল ইসলাম (৩২) তাকে মারধর করেন। এতে সমন্বয়ক আজম মাথায় ও পায়ে আঘাত পেলে আতত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় সমন্বয়ক পরিবারে লোকজন উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেলে আজমকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে এ জঘন্য হামলার প্রতিবাদে বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার ভোরের কাগজ সাংবাদিককে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাটগ্রাম থানার মামলা নম্বর-২। তারিখঃ০২/০১/২৫ বৃহস্পতিবার দুপুরে এজাহার কৃত আসামি সজিব ও দেদুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App