বিপ্লব ও সংহতি দিবস
পাবনায় ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুন্নবী স্বপন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
পাবনায় ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুন্নবী স্বপন
৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। র্যালিতে বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের জুবিলি ট্যাংক থেকে শুরু হয়ে আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর পাবনা সদর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, মমতাজ উদ্দিন মুন্তাজ, হারুন অর রশীদ, অ্যাডভোকেট মলয় কুমার দাস সহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আগা মঞ্জুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক আসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, যুগ্ম আহবায়ক আহসান হাবীব আকাশ প্রমুখ। এছাড়াও যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপি নেতা মাহমুদুন্নবী স্বপন তার বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির অবস্থান নিয়ে আলোচনা করেন।
