×

সারাদেশ

শাবিপ্রবি ফুডকোর্টে পানির ফিল্টার, ছাত্রদল নেতার উদ্যোগে স্বস্তি শিক্ষার্থীদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

শাবিপ্রবি ফুডকোর্টে পানির ফিল্টার, ছাত্রদল নেতার উদ্যোগে স্বস্তি শিক্ষার্থীদের

শাবিপ্রবি ফুডকোর্টে পানির ফিল্টার, ছাত্রদল নেতার উদ্যোগে স্বস্তি শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুডকোর্টে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহনের ব্যক্তিগত উদ্যোগে এই ফিল্টার স্থাপন করা হয়। এর ফলে ফুডকোর্টে বিশুদ্ধ পানির অভাব কিছুটা হলেও দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, শাবিপ্রবির শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ফুডকোর্টে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে ছাত্রদল নেতা আদনান আহমেদ মোহন শিক্ষার্থীদের এই মৌলিক চাহিদা পূরণের জন্য ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন।

এ বিষয়ে আদনান আহমেদ মোহন বলেন, "শিক্ষার্থীদের অনেকদিনের দাবি ছিল ফুডকোর্টে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। আমরা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো ফল পাইনি। তাই শিক্ষার্থীদের কথা ভেবে ব্যক্তিগত উদ্যোগেই ফিল্টার স্থাপন করেছি। আশা করি, এতে বিশুদ্ধ পানির অভাব কিছুটা হলেও দূর হবে।

ফিল্টার স্থাপনের সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাইম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সহ-সভাপতি মার্জিয়া সুলতানা পিংকি, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান চাঁদ, মারুফ বিল্লাহ, আফফান, মুস্তাকিম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ফুডকোর্টে বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তারা এই জনকল্যাণমূলক কাজের জন্য আদনান আহমেদ মোহনকে ধন্যবাদ জানান। একইসাথে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ভবিষ্যতে এমন উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক

মেট্রোরেলের সবার সব ধরনের ছুটি বাতিল

মেট্রোরেলের সবার সব ধরনের ছুটি বাতিল

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App