×

সারাদেশ

‘কিস্তির টাকা না পেয়ে গৃহবধূর আংটি-বদনা নিল এনজিও’ খবরের প্রতিবাদ জানালো ডিএফইডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

 ‘কিস্তির টাকা না পেয়ে গৃহবধূর আংটি-বদনা নিল এনজিও’ খবরের প্রতিবাদ জানালো ডিএফইডি

ডিএফইডি লোগো

গৃহবধূর কাছ থেকে কিস্তির টাকা না পেয়ে আংটি ও বদনা নিয়ে নেয়ার অভিযোগ সংক্রান্ত সংবাদকে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংশ্লিষ্ট এনজিও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)।

ডিএফইডি কর্তৃপক্ষ গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জানায়, গত ৯ নভেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত “কিস্তির টাকা না পেয়ে গৃহিণীর আংটি ও বদনা নিল এনজিও” শিরোনামের খবরটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর।

প্রতিষ্ঠানটির দাবি, বাগেরহাটের চিতলমারী উপজেলার উত্তরপাটর পাড়া গ্রামের শ্রাবণীহীরা (স্বামী: রিপন রায়) ডিএফইডি’র চিতলমারী শাখার একজন সদস্য (সদস্য নং: ১৭৪-০২২-০১৪)। তিনি ১৪ জুন ২০২৫ তারিখে প্রতিষ্ঠান থেকে ৫০,০০০ টাকা বিনিয়োগ (ঋণ) গ্রহণ করেন। শুরুতে তিনি দুইটি কিস্তি পরিশোধ করেন। পরবর্তীতে তার স্বামী বাড়ি ছেড়ে চলে যাওয়ায় কিস্তি পরিশোধ অনিয়মিত হয়ে পড়ে।

ডিএফইডি কর্তৃপক্ষ জানায়, বারবার যোগাযোগ ও তাগাদা দেয়া হলেও সদস্য দীর্ঘদিন কিস্তির টাকা পরিশোধ করেননি এবং বারবার সময় নেন। একপর্যায়ে সদস্য নিজেই ঋণের টাকা পরিশোধের বিপরীতে কিছু জিনিসপত্র জমা রাখার প্রস্তাব দেন। প্রথমে এনজিও কর্তৃপক্ষ রাজি না হলেও সদস্য জানান, এই পদ্ধতি ছাড়া তার পক্ষে টাকা পরিশোধ করা সম্ভব নয়।পরে তিনি স্বেচ্ছায় অফিসে এসে একটি স্বর্ণের আংটি ও দুইটি কাঁসার বদনা জমা রাখেন, যার আনুমানিক বাজার মূল্য ৮,৮০০ টাকা বলে যাচাই করা হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সদস্য ও তার শাশুড়ি এক মাসের মধ্যে টাকা পরিশোধ করে ওই জিনিসগুলো ফেরত নেবেন বলে সম্মত হয়েছেন। অথচ সেটি জোরপূর্বক নেয়া হয়েছে—এমন তথ্য প্রচার করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, সংশ্লিষ্ট নারী ৪০ হাজার টাকা নয়, ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন, ৪০ হাজার টাকার তথ্যটি ভুল ও ভিত্তিহীন।

ডিএফইডি কর্তৃপক্ষ দাবি করে, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট ও জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App