×

ক্রিকেট

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার তিন মাস পরই নির্বাচন করার ঘোষণা দিলেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, দীর্ঘ মেয়াদে বোর্ডে থাকার কোনো পরিকল্পনা নেই তার।

তবে এবার সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন সাবেক এই অধিনায়ক। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধার খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

নির্বাচন প্রসঙ্গে বুলবুল বলেন, আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরো কাজ করতে চাই।

বিসিবিতে যোগ দেওয়ার আগে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) দায়িত্ব পালন করেছেন বুলবুল। সে অভিজ্ঞতা দেশীয় ক্রিকেটের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যেই তিনি বোর্ডে যুক্ত হন। তবে শুরুর দিকে দায়িত্ব নিয়েছিলেন কেবল সাময়িক সময়ের জন্য। এমনকি নিজেই কয়েকবার প্রকাশ্যে বলেছেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি।

আরো পড়ুন : ডাচদের গুঁড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

কিন্তু গত কয়েক মাসে বোর্ডের কাজকর্মে যুক্ত হওয়ার পর মনোভাব পাল্টে যায় তার। গত কয়েকদিন ধরেই তার একটি বক্তব্য ঘিরে গুঞ্জন চলছিল, বিসিবির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। অবশেষে সেটিই সত্যি প্রমাণিত হলো।

গত ২৮ আগস্টও বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গে বুলবুল বলেছিলেন, আমার ব্যক্তিগত যে ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার স্থায়ী সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। যতদিন সম্ভব এই কাজ করলাম, এরপর কী হবে তা আমার হাতে নেই।

উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়লো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়লো

জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুতে যা বললেন শাহেদুল আজম

জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুতে যা বললেন শাহেদুল আজম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App