×

ক্রিকেট

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া মাত্র ১৯১ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতির আশা নিয়েই সিরিজ শুরু করেছিল টাইগাররা। কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় সেই লক্ষ্য এখন আরো দূরে সরে যাচ্ছে।

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমার মনে হয় আমরা খুব ভালো বোলিং করেছি এবং সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

মিরাজের মতে, দলের মূল সমস্যাটা দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে, আমি ব্যাটারদের বলেছিলাম টপ অর্ডারে জুটি গড়তে হবে। আমরা শুরু করি ঠিকই, কিন্তু যখন দায়িত্ব নেওয়ার সময় আসে, তখনই বিপর্যয় ঘটে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।

সিরিজ হার নিশ্চিত হলেও হোয়াইটওয়াশ এড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য। মিরাজ বলেন, এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আরেকটি সিরিজ আছে, কীভাবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেটা নিয়েই এখন ভাবতে হবে।

তিনি আরো বলেন, আমাদের ব্যাটিংয়ে উন্নতি আনতে হবে। ওয়ানডেতে যদি আমরা রান না করতে পারি, তাহলে টিকে থাকা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

আফগানদের বিপক্ষে সিরিজ হার, ব্যাটারদের দায় দিলেন মিরাজ

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য ফের যাচাই করবে ইসি

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য ফের যাচাই করবে ইসি

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App