×

ক্রিকেট

কোচ সালাউদ্দিন-সিমন্সকে নিয়ে যা বললেন লিটন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

কোচ সালাউদ্দিন-সিমন্সকে নিয়ে যা বললেন লিটন

বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর বাংলাদেশ দলকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। বিশেষ করে ব্যাটিং ইউনিটের দুরবস্থার কারণে প্রশ্ন উঠেছে কোচদের ভূমিকা নিয়ে। তবে অধিনায়ক লিটন দাস কোচদের দায়ী করতে রাজি নন। বরং ক্রিকেটারদের ব্যর্থতাকেই তিনি সামনে এনেছেন।

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স, আর ব্যাটিং ইউনিট সামলাচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটিং পারফরম্যান্সের পরেও লিটন সংবাদ সম্মেলনে কোচদের পক্ষেই কথা বলেন।

লিটন বলেন, একজন শিক্ষক (কোচ) আপনাকে শুধু ধারণা দিতে পারে, কিন্তু সে তো ২২ গজে খেলতে যাবে না। আমরা ধারণা পাই, কিন্তু সেটি কাজে লাগানো আমাদের দায়িত্ব। আমাদের প্রশিক্ষকরা সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছেন। ব্যর্থতা আমাদের, আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। আশা করি এখান থেকে শিখে সামনে ভালো করব।

শেষ ম্যাচে বাংলাদেশ ১৫১ রানে ইনিংস শেষ করে। লিটনের মতে, কন্ডিশন বিবেচনায় এই রান যথেষ্ট ছিল। তিনি বলেন, আপনি যদি ২০০ রানের উইকেটে খেলেন, ব্যাটাররা রান করবেই। কিন্তু এটা তেমন উইকেট ছিল না। আফগানিস্তান সিরিজে আমরা ১৬০ রান ডিফেন্ড করেছি। এই উইকেটও ১৬০ রানের মতো আচরণ করছিল, তাই এখানে স্ট্রাইক রেট বেশি না হওয়াটা স্বাভাবিক।

দ্বিতীয় ইনিংসে শিশিরে ভিজে যায় মাঠ, যা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে যায় বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, আজ আমরা খুবই আনলাকি। শিশিরের কারণে কন্ডিশন পুরোপুরি বদলে গেছে। আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই। প্রথম দুই দিন শিশির ছিল না, আজ পুরোপুরি ডিউ। তারা তিনজন স্পিনার খেলিয়েছে মানে তারাও ভেবেছিল উইকেটে টার্ন থাকবে, সেটাই হয়েছে।

লিটন আরো বলেন, আমরা যখন ব্যাট করেছি, উইকেট শুকনো ছিল, বল গ্রিপ করছিল। কিন্তু পরে পুরোপুরি ওদের পক্ষে চলে যায়। বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে। যদি মাঠ শুকনো থাকত, ফল ভিন্ন হতে পারত।

সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে ধবলধোলাইয়ের স্বীকার হয় বাংলাদেশ। তবু লিটনের বিশ্বাস, দলের ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা সামনে আরও শক্তভাবে ফিরবে। ২০০ রান এই উইকেটে সম্ভব ছিল না। তবু ১৫১ রান যথেষ্ট ছিল। আমরা যদি ভবিষ্যতে এই ভুলগুলো শুধরে নিতে পারি, ফলাফল অবশ্যই ভিন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App