×

ক্রিকেট

সেঞ্চুরি করেই মুশফিকের খ্যাপাটে উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

সেঞ্চুরি করেই মুশফিকের খ্যাপাটে উদযাপন

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করা মুশফিকুর রহিম অবশেষে পেলেন কাঙ্ক্ষিত শতকের দেখা। মঙ্গলবার সকালে ঢাকা বিভাগের বিপক্ষে জাতীয় লিগের ম্যাচে সিলেট বিভাগের এই অভিজ্ঞ ব্যাটার নিজের ইনিংসকে রূপ দেন দৃষ্টিনন্দন সেঞ্চুরিতে।

সোমবার দিনের শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সকালে নেমেই এনামুল হকের বলে স্কুপ শটে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান তিন অঙ্কে। বাউন্ডারির পরপরই তার আগ্রাসী উদযাপন নজর কাড়ে সবার। মুষ্ঠিবদ্ধ হাত উঁচিয়ে গর্জন ছুড়ে দেন, চোখে মুখে তীব্র আগুনে দৃষ্টি, যা মনে করিয়ে দেয় আন্তর্জাতিক ম্যাচের মাঠে দেখা তার পুরোনো খ্যাপাটে উদযাপনগুলোর কথা।

এই ম্যাচের আগের দিন এনামুল হকের একাধিক বাউন্সারে আঘাত পেয়েছিলেন মুশফিক, যার একটি লেগেছিল হেলমেটে। ধারণা করা হচ্ছে, আজকের এমন উদযাপন সেই আঘাতেরই প্রতীকী জবাব।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে খেলতে নেমে সিলেট আগের দিন ৭ উইকেটে ২৬০ রান তুলেছিল, ৩ উইকেট হাতে নিয়ে ৫০ রানে পিছিয়ে ছিল তারা। আজ সকালে ইনিংসের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেন আউট হন, পরের ওভারেই সাজঘরে ফেরেন খালেদ আহমেদ। তখন মুশফিক অপরাজিত ৯৬ রানে, পাশে কেবল শেষ ব্যাটার।

তবে চাপে ভেঙে পড়েননি মুশফিক। এনামুল হকের করা ওভারের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি, যা আসে ২০৫ বল খেলে ৮ চার ও ২ ছক্কায়।

অবশেষে মুশফিক আউট হন ১১৫ রানে, তার বিদায়ের সঙ্গে সিলেটের ইনিংসও গুটিয়ে যায় ২৯০ রানে। এতে ঢাকা বিভাগ পায় ২০ রানের লিড।

ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম—যদি সব ঠিক থাকে। আজকের সেঞ্চুরি তাই তার শততম টেস্টের আগে এক আত্মবিশ্বাসী বার্তাই বটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App