আইসিসির কঠোর শাস্তির মুখে পাকিস্তানের তারকা ব্যাটার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ছবি : সংগৃহীত
সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এলেও শৃঙ্খলাভঙ্গের কারণে সমালোচনায় পড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে তিনি শাস্তি পেয়েছেন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সাবেকদের সমালোচনার মুখেও পড়েছেন।
আইসিসি আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় বাবরের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
রোববার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন বাবর। শৃঙ্খলাভঙ্গের এই ঘটনাই তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে উঠে আসে। পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে ঘটেছিল এই ঘটনা। স্টাম্পে আঘাত করায় তার রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
বাবর আজম অবশ্য নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তিও মেনে নিয়েছেন। ফলে অতিরিক্ত শুনানি আয়োজনের প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজেই ৮৩ ইনিংস ও ৮০৭ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। ঠিক একই সিরিজে তাকে শোনা হলো শাস্তির খবরও।
