×

ক্রিকেট

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে রোববার (৩০ নভেম্বর) নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছেন।

এবারের নিলামে ১৪৭ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করেছিলেন, যার মধ্যে দল পেয়েছেন ৭৩ জন। এছাড়া নিলামে তোলা হয়েছিল ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে। নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাধ্যতামূলকভাবে দুজন করে বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে। এতে মোট ১২ জন বিদেশি খেলোয়াড় দল পেয়েছেন নিলামের মাধ্যমে।

নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন বাঁহাতি ওপেনার নাইম শেখ। তাকে দলে নিতে প্রতিযোগিতায় নামে চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। তীব্র লড়াই শেষে চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়ায় নাইমকে।

আরো পড়ুন : নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তাওহীদ হৃদয়। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ব্যাটারকে দলে নিতে রংপুর রাইডার্সের খরচ হয়েছে ৯২ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার লিটন দাস। তিনি ‘এ’ ক্যাটাগরিতে থেকে ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন।

এই তিনজন ছাড়া সেরা দশ দামি ক্রিকেটার হলেন- যথাক্রমে মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), তানজিম হাসান সাকিব (৬৮ লাখ টাকা), নাহিদ রানা (৫৬ লাখ টাকা), শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ টাকা), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ) ও সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ টাকা)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকে ৩ উপপরিচালককে পরিচালক পদে পদায়ন

দুদকে ৩ উপপরিচালককে পরিচালক পদে পদায়ন

তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে

আইন উপদেষ্টা তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন মির্জা ফখরুল

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App