পদ্মশ্রীতে সম্মানিত হলেন প্রসেনজিৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
ভারতীয় চলচ্চিত্রে বছরের পর বছর অনন্য অভিনয় ও বহুমাত্রিক অবদানের স্বীকৃতি অবশেষে মিলল রাষ্ট্রীয় পর্যায়ে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পদ্ম সম্মানপ্রাপকদের তালিকায় স্থান পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় দুই অভিনেতা—আর মাধবন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়ে এই দুই অভিনেতার অর্জনকে দেখা হচ্ছে ভারতীয় সিনেমার দুই ধারার এক ঐতিহাসিক মিলন হিসেবে।
জানা গেছে, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে চলতি বছর মোট ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। ঘোষিত তালিকা অনুযায়ী, ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন।
আর মাধবন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এবারের পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। এর মধ্যে ধর্মেন্দ্রকে দেওয়া হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ, আর পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন মামুট্টি ও অলকা ইয়াগনিক।
