×

অপরাধ

আদালতে হাসিখুশি দীপু মনি, বিমর্ষ আনিসুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

আদালতে হাসিখুশি দীপু মনি, বিমর্ষ আনিসুল হক

ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায়  তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন রিমান্ডের এই আদেশ দেন।  

এদিন সকাল ৮টার পর প্রিজন ভ্যানে আমির হোসেন আমু, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামরুল ইসলাম, আ স ম ফিরোজ, সাদেক খান, জুনাইদ আহ্মেদ পলক, এ বি এম ফজলে করিম চৌধুরী প্রমুখ আওয়ামী লীগসহ কয়েকটি দলের নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও পুলিশের তিন কর্মকর্তাসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়।

এরপর সকাল ৯টার পর তাদের পুলিশি পাহারায় আদালতকক্ষে তোলা হয়। এরপর ঘণ্টাবাপী শুনানি শেষে আবার তাদের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়।

এদিন আদালতে আসামির কাঠগড়ায় এক ঘণ্টা চুপচাপ দাঁড়িয়ে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। নিজের আইনজীবী ছাড়া আর কারোর সঙ্গে তিনি কোনো কথা বলেননি। এ সময় তাকে বেশ বিমর্ষ দেখা যায়।

কাঠগড়ায় আনিসুল হকের ডান পাশে দাঁড়িয়ে থাকা হাজি সেলিমকেও বিমর্ষ দেখাচ্ছিল। মাঝেমধ্যে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন। হাজি সেলিমের পেছনে দাঁড়িয়ে ছিলেন তার ছেলে সোলাইমান সেলিম। প্রায় এক ঘণ্টা দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও তারা নিজেদের মধ্যে কোনো কথা বলেননি।

আলাদা দুটি হত্যা মামলায় যখন সোলাইমান সেলিমের সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়, তখন হাজি সেলিম বারবার তার বাঁ হাত মাথার ওপরে রাখছিলেন।

এদিকে কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্য আসামিদের সঙ্গে কথা বলার সময় হাসি মুখে দেখা গেছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে। আদালতে আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমানসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন তিনি।

সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা মশিউর রহমানের সঙ্গে কথা বলার সময় মুখে ছিল হাসি ছিল দীপু মনির।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App