সমকামী অধিকারকর্মীর পিতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ
আনসার আল ইসলামের দায় স্বীকার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম

সমকামী অধিকারকর্মীর পিতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ
রাজধানীর যাত্রাবাড়ীতে মারজুক আহমদ চৌধুরী নামে এক সমকামী অধিকারকর্মীর বাবাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম ফারুক আহমদ চৌধুরী।
এ হত্যার দায় স্বীকার করেছে ‘আনসার আল ইসলাম’ নামে একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। ওই সংগঠনের নামে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই হত্যার দায় স্বীকার করে সংগঠনটি। গণমাধ্যমে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে বিবৃতিটি পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রবিবার রাজধানীর যাত্রাবাড়ী বড়বাজার কাঁচাবাজার আড়তের সামনে থেকে ফারুক আহমদ চৌধুরীকে তুলে নিয়ে যায় মুখোশধারী ৪ জন যুবক।
এই ঘটনার আনুমানিক ৩ সপ্তাহ পর গত ১৯ অক্টোবর শনিবার যাত্রাবাড়ী এলাকার মীরহাজিরবাগ তামিরুল মিল্লাত কামিল মাদরাসা রোডের ইঞ্জিনিয়ার গলির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। প্রাথমিকভাবে মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী সোহানা পারভীন রুবি সাংবাদিকদের বলেন, তার স্বামীকে অপহরণ করার পর তিনি যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে কথা বলতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহম্মেদ কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন।
যাত্রাবাড়ী থানার একজন দায়িত্বরত কর্মকর্তা জানান, নিহতের ছেলে মারজুক আহমদ চৌধুরী একজন সমকামী অধিকারকর্মী এবং ব্লু বার্ড নামের একটি গোপন সমকামী সংগঠনের প্রতিষ্ঠাতা। তার বাবা ফারুক আহমদ চৌধুরী ছিলেন সংগঠনটির প্রাইম ডোনার। তবে সংগঠনটির কার্যক্রম ২০২২ সালেই বন্ধ ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে এরই জের ধরে তারা জঙ্গি সংগঠনটির টার্গেটে পরিণত হন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাজহারুল হাকিম গণমাধ্যমকে বলেন, শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।