×

অর্থনীতি

শ্রমিক আন্দোলন: ১৫ কিলোমিটার যানজট, দুর্ভোগ চরমে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

শ্রমিক আন্দোলন: ১৫ কিলোমিটার যানজট, দুর্ভোগ চরমে

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকায় পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ভার্গো এমএইচ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা। পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে ওই মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানান, গাজীপুরের হাতিয়াব এলাকায় ভার্গো এমএইচ লিমিটেড পোষাক কারখানার শ্রমিকরা পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার পরিবহনের যাত্রীরা।

জানা যায়, কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতনের দাবি জানালে তারা প্রতিশোধের একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ করেনি। এ কারণেই শ্রমিকরা আন্দোলন শুরু করে। একই দাবিতে তারা মঙ্গলবার দুপুরেও ওই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের বুঝিয়ে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।

গাজীপুর মহানগর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, বকেয়া বেতনের দাবিতে বুধবার দুপুর থেকে ওই পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এই অবরোধ ও বিক্ষোভ। এসময় পোড়াবাড়ি থেকে উভয় দিকে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App