×

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ আজ

বিক্ষোভে অংশ নিতে সারাদেশ থেকে শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষক অবস্থান নিয়েছেন। ছবি : সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা টানা তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ভরপুর আন্দোলনরত শিক্ষক দিয়ে। জাতীয় পতাকা ও দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। কেউ কেউ আশপাশের সড়কের গাছতলায় বিশ্রাম নিচ্ছেন। মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষকদের অনেকেই শহীদ মিনারে রাতযাপন করেছেন। আন্দোলনকারীদের একাংশ জানাচ্ছেন, তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু করবেন না।

আরো পড়ুন : চাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আজকের শাহবাগ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকাল দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড পালিত হবে। সারাদেশের শিক্ষক-কর্মচারীরা এতে যোগ দেবেন। বিজয় আমাদের সুনিশ্চিত।

এর আগে সোমবার শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন না আসায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে।

শিক্ষকরা জানান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

রাজধানীসহ সারাদেশের বিদ্যালয়ে বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না; আঙিনা ও শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত আন্দোলন আরো জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

হাসপাতালে ভর্তি হানিয়া আমির!

হাসপাতালে ভর্তি হানিয়া আমির!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App