×

শিক্ষা

যমুনা অভিমুখে লংমার্চে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

যমুনা অভিমুখে লংমার্চে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষকরা

ছবি : সংগৃহীত

জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিন ধরে অবহেলা করছে। তারা বলেন, আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের কর্মস্থলে ফেরার সুযোগ দিতে হবে।

প্রসঙ্গত, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আরো পড়ুন : এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬, সর্বনিম্ন ৩০ হাজার

আন্দোলনকারীরা আরো জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।

শিক্ষক নেতাদের ভাষ্য, সরকার ধাপে ধাপে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও ৯ মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। এ কারণেই তারা আবারও রাস্তায় নামতে ও যমুনা অভিমুখে লংমার্চে যেতে বাধ্য হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুয়া তথ্য আমাদের বিভক্ত করে, সাহসী সত্য আমাদের এক করে

সাইফ আহমাদ ভুয়া তথ্য আমাদের বিভক্ত করে, সাহসী সত্য আমাদের এক করে

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে

ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরে নারীর নেতৃত্ব: সাবিহা শারমিনের অভিজ্ঞতা

ব্যাংকিংয়ের ডিজিটাল রূপান্তরে নারীর নেতৃত্ব: সাবিহা শারমিনের অভিজ্ঞতা

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App