×

ইউরোপ

ইইউ ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

ইইউ ও মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ইইউ ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পরই ট্রাম্প এই ঘোষণা দেন। শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দুটি পৃথক চিঠির মাধ্যমে শুল্ক আরোপের কারণ ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের অভিযোগ, মেক্সিকো যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক পাচারে সহায়তা করছে। আর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ হলো বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের ভারসাম্যহীনতা বজায় রাখা।

আরো পড়ুন : এবার ট্রাম্পকে ড্রোন দিয়ে হত্যার হুমকি ইরানের

এর আগে চলতি সপ্তাহেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ আরো ২০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। বিশেষভাবে কপার বা তামার ওপর আরোপিত হয়েছে ৫০ শতাংশ শুল্ক।

ট্রাম্পের এই ঘোষণার পরই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

ইইউকে ‘কঠোর অবস্থান’ নিতে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও। তিনি বলেছেন, প্রয়োজন হলে সরকারি ক্রয়চুক্তি ও অর্থনৈতিক সুযোগ সীমিত করার মতো বলপ্রয়োগ-বিরোধী উপায়ও বিবেচনায় রাখতে হবে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানিয়েছেন, ওয়াশিংটনে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের খবর পেয়েছেন তারা। তিনি ট্রাম্পের সিদ্ধান্তকে ‘অন্যায় আচরণ’ আখ্যা দিয়ে শান্ত থেকে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

মেক্সিকোর মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্রে যায়, ফলে এই শুল্ক আরোপ দেশটির অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে।

এর আগে ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ এবং ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। ব্রাজিলের ক্ষেত্রে দেশটির ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক ‘উইচ-হান্ট’ বলে বর্ণনা করে এই শাস্তিমূলক শুল্ক আরোপ করেন ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App