×

জাতীয়

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, ভার্জিনিয়ার বাসিন্দা সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নগুলো সিনেটের অনুমোদনের পর চূড়ান্ত হবে।

ঘোষণায় জানানো হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘে রাষ্ট্রদূত এবং সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

ক্রিস্টেনসেনের অফিসিয়াল প্রোফাইল অনুযায়ী, তিনি আগেও বাংলাদেশে কাজ করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তার কর্মজীবনের শুরুতে তিনি পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন।

আরো পড়ুন : রাশিয়া নয়, ভারতের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা

তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার মধ্যে রয়েছে, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯), হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির পিয়ারসন ফেলো (২০১৫-২০১৬), উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, সাইবার কো-অর্ডিনেটর, ব্যুরো অব ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্স, ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কনসাল পদে দায়িত্ব পালন।

ক্রিস্টেনসেনের আগের রাষ্ট্রদূত পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে ঢাকার মার্কিন দূতাবাসে দায়িত্ব শেষ করেন। এরপর থেকে এই পদে চার্জ ডি অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন। বর্তমানে লিসা জ্যাকবসন এই দায়িত্বে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আদালত

ডাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আদালত

কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফেরদৌসের সঙ্গে প্রেম, যা বললেন শ্রীলেখা

ফেরদৌসের সঙ্গে প্রেম, যা বললেন শ্রীলেখা

গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App