×

আইন-বিচার

ডাকসু নির্বাচন নিয়ে আপিলের শুনানি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম

ডাকসু নির্বাচন নিয়ে আপিলের শুনানি আজ

ডাকসু নির্বাচনে ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন এবং আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। শিশির মনির জানিয়েছেন, আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি ১ নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকি, তদন্তে দুই কমিটি

এর আগে, এক রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট গত সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন। এর ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে যায়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত নিয়মিত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রাখেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন এস এম ফরহাদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

তাঁর প্রার্থিতা বৈধতা নিয়ে ২৮ আগস্ট এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিট করেন। অভিযোগ তোলা হয় যে ফরহাদ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনালকে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেরদৌসের সঙ্গে প্রেম, যা বললেন শ্রীলেখা

ফেরদৌসের সঙ্গে প্রেম, যা বললেন শ্রীলেখা

গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া

ভারতকে তেল কেনায় ‘ডিসকাউন্ট’ দিলো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App