×

ইউরোপ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকোর্নু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকোর্নু

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকোর্নুকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে ফ্রাঁসোয়া বাইরুর প্রধানমন্ত্রীত্ব চলে যাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন বাজেট পাস করানোর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দায়িত্ব লেকোর্নুকে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে ৪৪ বিলিয়ন ইউরো কাটছাঁটের প্রস্তাব তোলার কারণে সাবেক প্রধানমন্ত্রী বাইরু সমর্থন হারান এবং পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন।

আরো পড়ুন : লুটপাট-সহিংসতা বন্ধে আলোচনায় বসার আহ্বান নেপালের সেনাপ্রধানের

৩৯ বছর বয়সী লেকোর্নু এর আগে প্রায় তিন বছর ধরে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাক্রোঁর প্রেসিডেন্ট থাকাকালে তিনি হচ্ছেন সপ্তম প্রধানমন্ত্রী। নতুন দায়িত্ব নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তাকে দেশের স্বাধীনতা ও শক্তি রক্ষা, জনগণের সেবা এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঋণ সংকট সামাল দেওয়া। চলতি বছর ফ্রান্সের সরকারি ঋণ দাঁড়িয়েছে ৩.৩ ট্রিলিয়ন ইউরোতে, যা দেশটির জিডিপির ১১৪ শতাংশ।

লেকোর্নুর নিয়োগকে মধ্যপন্থীরা স্বাগত জানালেও বিরোধীরা তীব্র সমালোচনা করেছেন। বামপন্থী 'ফ্রান্স আনবাউড'-এর নেতা জ্যঁ লুক মেলঁশো বলেছেন, এবার ম্যাক্রোঁর বিদায় হওয়া উচিত। অন্যদিকে কট্টর ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন অভিযোগ করেছেন, ম্যাক্রোঁ তার বিশ্বস্তদের নিয়ে ‘ম্যাক্রোঁবাদকে’ শেষবারের মতো টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

ওএসডির ৬ মাস পর পরিচালকের দায়িত্ব পেলেন ডা. সাইফুল ইসলাম!

ওএসডির ৬ মাস পর পরিচালকের দায়িত্ব পেলেন ডা. সাইফুল ইসলাম!

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App