হিলি স্থলবন্দরে একদিনেই আমদানি ৭৬ ট্রাক ভারতীয় চাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম

ছবি : সংগৃহীত
শুল্ক কমার পর দিন দিন বাড়ছে ভারতীয় চালের আমদানি। হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই এসেছে ৭৬ ট্রাক চাল। এদিকে বন্দরে আটকে থাকা চালও পুরোদমে খালাস কার্যক্রম শুরু হয়েছে।
হিলি কাস্টমস সূত্র জানায়, গত ১২ আগস্ট থেকে স্থলবন্দর দিয়ে চালের আমদানি শুরু হয়। তবে শুল্ক জটিলতায় টানা ৭ দিন খালাস কার্যক্রম বন্ধ ছিল। পরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চালের শুল্ক ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) নির্ধারণ করে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক রবিউল হাসান মনির বলেন, সরকার অনুমতি দেওয়ার পর ১২ আগস্ট থেকে চাল আমদানি শুরু করি। তবে শুরুতে ডিউটি নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। এখন আর কোনো জটিলতা নেই। তাই আমদানির পরিমাণ আরো বাড়বে।
আরেক আমদানিকারক জানান, হিলি স্থলবন্দর দিয়ে শম্পা কাঠারিসহ বিভিন্ন ব্র্যান্ডের চিকন চাল আসছে। তবে এখনো প্রত্যাশিত সংখ্যক পাইকার আসেননি। চিকন জাতের চাল আমদানি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার। বন্দরে আসার পর প্রতি কেজির দাম দাঁড়াচ্ছে ৭১ টাকা, যা বাজারে বিক্রি হচ্ছে ৭১ টাকা ৫০ পয়সায়।
আরো পড়ুন : ভারত থেকে ৩ দিনে দুই হাজার টন পেঁয়াজ আমদানি
পাবনা থেকে চাল কিনতে আসা পাইকার মোবারক হোসেন বলেন, চাল আমদানি হলে আমরা বিভিন্ন বন্দর থেকে কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করি। কিন্তু এখানে এসে দেখি আমদানিকারকরা বেশি দাম চাইছেন। ৭১ থেকে ৭২ টাকা দর বলছেন। যদি ৭০ টাকায় পাওয়া যেত, তাহলে কেনা সম্ভব হতো।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, সরকার চাল আমদানিতে ৬৩ দশমিক ৫ শতাংশ শুল্কের পরিবর্তে মাত্র ২ শতাংশ অগ্রিম আয়কর নির্ধারণ করেছে। যাতে ব্যবসায়ীরা সহজে চাল আমদানি করে কম দামে বাজারে সরবরাহ করতে পারেন।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের ১২ আগস্ট থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ১৬৮ ট্রাকের মাধ্যমে প্রায় ৭ হাজার মেট্রিক টন চাল এসেছে। এর মধ্যে শুধু মঙ্গলবারই আমদানি হয়েছে ৭৬ ট্রাক চাল।