×

ফুটবল

পিএসজিকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

পিএসজিকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

লন্ডনের এই ক্লাবটি দ্বিতীয়বারের মতো ঘরে তুলল ক্লাব বিশ্বকাপের শিরোপা। ছবি : সংগৃহীত

সব পূর্বাভাস আর ফেভারিটের তকমা ম্লান করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। এর মধ্য দিয়ে লন্ডনের এই ক্লাবটি দ্বিতীয়বারের মতো ঘরে তুলল ক্লাব বিশ্বকাপের শিরোপা।

রোববার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি দেখতে হাজির ছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ম্যাচজুড়ে বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ে বাজিমাত করেছে চেলসি।

ম্যাচের শুরু থেকেই চেলসি পিএসজির রক্ষণভাগকে চাপে ফেলে। মাত্র ৮ মিনিটেই জোয়াও পেদ্রোর ফ্লিকে কোল পালমার প্রথম গোলটি করেন। পিএসজি গোলরক্ষক দোন্নারুমা ব্যর্থ হন শট ঠেকাতে। ডিফেন্ডার নুনো মেন্ডেজের ভুল পজিশনিংকেও কাজে লাগিয়েছিল চেলসির গুস্তো।

আরো পড়ুন : বিশ্বকাপ শিরোপা জয়ের লড়াইয়ে আজ পিএসজির মুখোমুখি চেলসি

প্রথম গোলের ধাক্কা সামলাতে না সামলাতেই ২৫ মিনিটের কুলিং ব্রেকের পর আরো উজ্জীবিত চেলসি। ২৯ মিনিটে একই ধরনের আক্রমণে পালমার আবারও জালে বল পাঠান। চলতি শতকে চেলসির হয়ে ফাইনালে জোড়া গোল করা তৃতীয় খেলোয়াড় হলেন তিনি।

৪২তম মিনিটে কাউন্টার অ্যাটাকে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। পালমারের পাস থেকে এগিয়ে এসে দোন্নারুমার মাথার ওপর দিয়ে সহজ ভঙিতে বল জালে পাঠান তিনি। চেলসির হয়ে মাত্র তৃতীয় ম্যাচে এটি পেদ্রোর তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পিএসজি। কাভারৎস্খেলিয়া, দেম্বেলে আর ভিতিনহা একের পর এক শট নিলেও চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ বারবার বিপদ সামাল দেন। ৮০ মিনিটে দেলেপের পা থেকে চতুর্থ গোলের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া হয়। শেষদিকে মার্ক কুকুরেয়াকে চুল ধরে ফেলে দেওয়ায় পিএসজির জোয়াও নেভেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে ১০ জনের দল নিয়ে শেষ করে পিএসজি।

শেষ মুহূর্তে গঞ্জালো রামোসের সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় ফরাসি জায়ান্টরা। সবশেষে মাঠের পারফরম্যান্সেই প্রমাণিত হলো — শিরোপা ফেভারিট নয়, খেলার গুণেই চ্যাম্পিয়ন চেলসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিতে ইউরোপ: ম্যাক্রোঁ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিতে ইউরোপ: ম্যাক্রোঁ

হরিরামপুর ও শিবালয়ে উপজেলা প্রশাসনের দোহাই দিয়ে ড্রেজার বাণিজ্য

হরিরামপুর ও শিবালয়ে উপজেলা প্রশাসনের দোহাই দিয়ে ড্রেজার বাণিজ্য

৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে

৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে

কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করল ভারত

কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App