রোমাঞ্চকর প্রত্যাবর্তনে পিএসজির সুপার কাপ জয়

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪০ এএম

টাইব্রেকারে স্নায়ুযুদ্ধে জিতে উয়েফা সুপার কাপ শিরোপা নিজের করে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ছবি : সংগৃহীত
দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে রোমাঞ্চকর প্রত্যাবর্তন, এরপর টাইব্রেকারে স্নায়ুযুদ্ধে জিতে উয়েফা সুপার কাপ শিরোপা নিজের করে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইতালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে নির্ধারিত সময় শেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জিতে লুইস এনরিকের দল যোগ করল আরেকটি ইউরোপিয়ান ট্রফি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে প্রাধান্য ছিল পিএসজির (৭৪%), কিন্তু সুযোগ কাজে লাগিয়ে ৩৯ মিনিটে মিকি ফান দে ভেনের হেডে এগিয়ে যায় টটেনহ্যাম। বিরতির তিন মিনিট পর পেদ্রো পোড়োর ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
শেষ পাঁচ মিনিটে বদলে যায় ম্যাচের রূপ। ৮৫ মিনিটে ভিতিনহার পাস থেকে কাং-ইন লি গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত ক্রসে গনসালো রামোসের হেডে সমতায় ফেরে পিএসজি।
আরো পড়ুন : জয় দিয়ে শুরু হলো হামজাদের নতুন মৌসুম
পেনাল্টি শুটআউটের শুরুটা ভালো ছিল না পিএসজির। প্রথম শটেই ভিতিনহার বল বাইরে যায়। তবে নতুন গোলরক্ষক লুকা শেভালিয়ের দুর্দান্ত সেভে ভ্যান দে ভেনের শট রুখে দেন। পরে ম্যাথিস টেল বল বাইরে পাঠিয়ে সুযোগ নষ্ট করলে শেষ শট নিয়ে নুনো মেন্দেস ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন ৪-৩ ব্যবধানের জয়।
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবার সুপার কাপও জয় করল পিএসজি, যদিও পরিসংখ্যানে তারা পিছিয়ে ছিল। পিএসজির ১.১৭, আর টটেনহ্যামের ১.৩৮। তবুও শেষ হাসি হাসল এনরিকের শিষ্যরা।