×

ভারত

রাহুল গান্ধীর প্রাণনাশের আশঙ্কা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৮ এএম

রাহুল গান্ধীর প্রাণনাশের আশঙ্কা!

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ করেছেন। 

তিনি বলেছেন, ২০২২ সালের ভারত জোড়ো যাত্রা চলাকালে বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে মন্তব্য করায় কিছু বিজেপি এমপি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। খবর এনডিটিভির।

তারা বলেছেন, তার দাদী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই পরিণতি ভোগ করবেন রাহুল গান্ধী।

বুধবার রাহুল গান্ধী এই আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। 

আরো পড়ুন : ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এতে বলা হয়েছে, দেশটির হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় গত ২৪ জুলাই মহারাষ্ট্রের নাসিকের একটি আদালত রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন।

রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নথিভুক্ত করার আবেদন জানিয়ে আদালতে পৃথক পিটিশন দায়ের করেছে কংগ্রেস। যাতে রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট পূর্ণাঙ্গভাবে বিচার করা যায়।

তিনি বলেন, গত ১৫ দিন ধরে আমাদের মক্কেল রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন। সংসদ অধিবেশন চলাকালে ‘হিন্দুত্ব’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধীর মধ্যে কথা কাটাকাটিও হয়েছে; যা নথিভুক্ত আছে।

একই সময়ে, বিজেপির দুই এমপি রাহুল গান্ধীকে ‘পাশে সরে দাঁড়াতে’ বলেন এবং হুমকি দেন, ভবিষ্যতে তিনি তার দাদীর মতো পরিণতি ভোগ করবেন। তারা তাকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলেও আখ্যায়িত করেন।’

রাহুলের এই আইনজীবী বলেন, যারা তাকে (রাহুল গান্ধী) হুমকি দিয়েছেন তাদের বংশপরিচয় তার জন্য বড় উদ্বেগের বিষয়। তারা সাভারকারপন্থী এবং রাহুল গান্ধী বর্তমানে যে অবস্থান নিয়েছেন, তাতে তার বিশ্বাসঘাতকতার শিকার হওয়া কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, যে কারণে আদালতের বিচারপ্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটি নথিভুক্ত করা জরুরি মনে করেছি। এজন্য আমরা আবেদন দায়ের করেছি এবং আদালত তা গ্রহণ করেছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

দেশটির অলাভজনক একটি সংস্থার পরিচালক ও নাসিকের বাসিন্দা দেবেন্দ্র ভুতাদা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওই ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন। 

তার অভিযোগ, হিঙ্গোলিতে এক সংবাদ সম্মেলন এবং ভারত জোড়ো যাত্রার সময়ের এক বক্তৃতায় রাহুল গান্ধীর করা মন্তব্য সাভারকারের সুনাম ক্ষুণ্ণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারমাণবিক ইস্যুতে ইরানকে সতর্কবার্তা

পারমাণবিক ইস্যুতে ইরানকে সতর্কবার্তা

পাথর লুট: দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

পাথর লুট: দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করব কি-না সিদ্ধান্ত নেইনি

আসিফ মাহমুদ নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করব কি-না সিদ্ধান্ত নেইনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App