নির্বাচনের সময় যতদিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
ছবি : সংগৃহীত
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নির্বাচনের পাঁচ দিন আগে থেকে পরবর্তী তিন দিনসহ মোট নয় দিন মাঠে থাকবে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনার প্রশ্নে সরকার বড় ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের পাঁচ দিন আগে থেকেই ব্যাপক কার্যক্রম পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরো পড়ুন : বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে?
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে ৩০ হাজার সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন সময়ে এই সংখ্যা বাড়িয়ে ১ লাখ সেনা মোতায়েন করা হবে। পাশাপাশি ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব, এবং প্রায় সাড়ে ৫ লাখ আনসার মাঠে দায়িত্বরত থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি কুয়াকাটায় নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে রাতযাপন শেষে রোববার সকালে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
