×

সরকার

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তির ছবি ও পরিচয় ইতোমধ্যে শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বী এক পোশাকশ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রশ্ন করা হলে ধর্ম উপদেষ্টা বলেন, আমি ধর্ম উপদেষ্টা হিসেবে এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। এটি অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মব জাস্টিস রাষ্ট্র পরিচালনার জন্য বড় বাধা।

তিনি জানান, এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বার্তা পাঠিয়েছেন এবং অ্যাডভাইজার গ্রুপকেও বিষয়টি অবহিত করেছেন। যারা ওই যুবককে পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে দিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন, ১৫ মাসেও মব জাস্টিস নিয়ন্ত্রণে না আসার কারণ কী এবং প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় কেবল দুঃখ প্রকাশই কি যথেষ্ট? জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, সব স্থাপনায় আগেভাগে পুলিশ মোতায়েন করা সবসময় সম্ভব নয়। কখন কোথায় হামলা হবে, তা অনেক সময় আগে থেকে জানা যায় না। তবে আমরা এসব ঘটনা নিরুৎসাহিত করছি।

তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে তাদের কিছু ছবি ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছায়ানটে হামলা এবং কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, কে কী বলল সেটা আমাদের এখতিয়ার নয়। তবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ বা মানুষ পুড়িয়ে হত্যা— এসব কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা এসব অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও স্বতঃস্ফূর্ত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

একই রাতে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলা আমার উচিত হবে না। এসব বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত।

তিনি আরো জানান, সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কাজী নজরুল ইসলামের মাজার এলাকায় সম্ভাব্য হামলার বিষয়ে আগাম সতর্কতা নেওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো পড়ুন : সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সরকারের মদদে এসব হামলা হচ্ছে— এমন অভিযোগ নাকচ করে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার কখনোই অস্থিতিশীলতা চায় না। আইনশৃঙ্খলার অবনতি হলে সেটি সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। সরকার এসব ঘটনা প্রতিরোধ করতে চায়, উৎসাহিত নয়।

বিদেশ থেকে উস্কানির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশ থেকে কেউ কী বলল, তা সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেই। সামাজিক যোগাযোগমাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম— এখানে দেশ-বিদেশ থেকে নানা মন্তব্য আসে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অঙ্কুশ-মিমির কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

অঙ্কুশ-মিমির কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফিফার শান্তি পুরস্কার, ট্রাম্পের জন্য আগাম শর্ত দিয়েছিল হোয়াইট হাউজ

ফিফার শান্তি পুরস্কার, ট্রাম্পের জন্য আগাম শর্ত দিয়েছিল হোয়াইট হাউজ

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App