×

স্বাস্থ্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ছবি : ভোরের কাগজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ উপলক্ষে একটি গণসচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সকালে সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে অবস্থিত “ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়াম”-এ এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

আরো পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

সভায় নিউরোসার্জারি বিভাগের শিক্ষকবৃন্দ, রেসিডেন্ট চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স এবং হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মেরুদণ্ডের রোগ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। দেশের বিপুল সংখ্যক মানুষ ঘাড়, কোমর ও পিঠের ব্যথায় ভুগছেন, যার মূল কারণ এক্সিডেন্টজনিত আঘাত, ভুল ভঙ্গিমায় বসা, ব্যায়ামের অভাব এবং দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটার ব্যবহার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ মেরুদণ্ডজনিত জটিল রোগের আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারে দেশের অগ্রণী ভূমিকা পালন করছে। গত এক বছরে এই বিভাগে ২৩০০-রও বেশি মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল ডিস্ক প্রোলাপ্স, স্পাইনাল টিউমার, ট্রমা, ইনস্ট্রুমেন্টেশন এবং জটিল বিকৃতি সংশোধনমূলক সার্জারি।

বক্তারা আরো বলেন, বিশ্ব মেরুদণ্ড দিবস পালনের মূল লক্ষ্য হলো জনসচেতনতা বৃদ্ধি করা, যাতে মানুষ নিয়মিত শরীরচর্চা, সঠিক ভঙ্গিমা বজায় রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে মেরুদণ্ডকে সুস্থ রাখতে পারেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মেরুদণ্ড-সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

ভুলত্রুটি ছাড়াই ফল প্রস্তুত হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App