ইস্পাহানি হাসপাতাল
সার্জনদের দক্ষতা বাড়াতে অরবিসের ভিআর সিমুলেশন সিস্টেম চালু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি : ভোরের কাগজ
ছানি অপারেশনে চক্ষু সার্জনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে স্থাপন করা হয়েছে একটি অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সিমুলেশন সিস্টেম। আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই সিমুলেশন সিস্টেমটি স্থাপন করা হয়।
বুধবার (১২ নভেম্বর) ইস্পাহানি হাসপাতালের উপদেষ্টা জাহিদা ইস্পাহানি, প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ যৌথভাবে এ প্রশিক্ষণ সিস্টেমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জাহিদা ইস্পাহানি বলেন, বহুকাঙ্ক্ষিত এই সিমুলেটরটি স্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের প্রশিক্ষণ প্রক্রিয়ায় পরিপূর্ণতা আনবে এবং ভবিষ্যৎ চক্ষু সার্জনদের জন্য দারুণ সহায়ক হবে।
আরো পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
তিনি বলেন, চক্ষুস্বাস্থ্যসেবা খাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যত বেশি প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে, তত দ্রুত সবার জন্য সাশ্রয়ী ও মানসম্পন্ন চক্ষু চিকিৎসা নিশ্চিত করা যাবে।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান বলেন, ভিআর সিমুলেশন সিস্টেমের প্রশিক্ষণ বাংলাদেশে ছানি অপারেশন প্রশিক্ষণ খাতে একটি বড় ইতিবাচক পরিবর্তন আনবে।
অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ বলেন, এই সিমুলেশন প্রশিক্ষণ সার্জনদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াবে এবং তাদের অস্ত্রোপচারের মান আরো উন্নত হবে। এফভিআর সিস্টেমের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ছানি অস্ত্রোপচার প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা সম্ভব হবে এবং অনলাইনে সাইবারসাইটের কোর্স সম্পন্ন করাও সহজ হবে।
ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালে স্থাপিত ভিআর সিমুলেশন সিস্টেমটি বাংলাদেশে স্থাপিত তৃতীয় ইউনিট। এর আগে চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সে (সিইআইটিসি) প্রথম ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) দ্বিতীয় ইউনিট স্থাপন করা হয়। তিনটি ইউনিটই স্থাপন করেছে অরবিস ইন্টারন্যাশনাল।
বিশ্বব্যাপী চিকিৎসা প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত এই সিমুলেশন প্রযুক্তি চিকিৎসকদের জটিল অস্ত্রোপচার অনুশীলনে সহায়তা করে, যেখানে রোগীদের কোনও ঝুঁকিতে ফেলা হয় না। গবেষণায় দেখা গেছে, সিমুলেশন প্রশিক্ষণ শেখার সময় কমায় এবং অস্ত্রোপচারের ফলাফলকে আরো কার্যকর করে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্ট ডা. এএসএম মঈন উদ্দিন ও অধ্যাপক সারওয়ার আলম, কমিউনিটি সার্ভিসেস বিভাগের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল, অরবিস ইন্টারন্যাশনালের ডিরেক্টর ডা. লুৎফুল হোসেন এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন।
