×

ভারত

ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে ৩ দেশ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে ৩ দেশ!

পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। ছবি : সংগৃহীত

ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সেই সময়ে অবিভক্ত ভারতের অংশ ছিল এমন দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ‘অবিভক্ত ভারত’ শীর্ষক ওই সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার এবং নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রতিনিধিদেরও উদযাপনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। খবর টাইসম অব ইন্ডিয়ার।

সংশ্লিষ্টরা জানায়, বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনো এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি।

আরো পড়ুন : বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ওপর জোর বিএসএফের, নেপথ্যে যে কারণ

বর্তমান পরিস্থিতি বিবেচনা বিশ্লেষকেরা বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

ভারতের আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।

এই উদযাপনে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেগুলোরা মধ্যে রয়েছে ম্যারাথন, প্রদর্শনী, কর্মশালা এবং অলিম্পিয়াডের আয়োজন। এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে ভারতের অর্থ মন্ত্রণালয় একটি বিশেষ ১৫০ টাকার স্মারক মুদ্রা অনুমোদন করেছে।

উৎসবে ভারতের আবহাওয়া বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আবহাওয়াবিদ্যায় তাদের উত্তরাধিকার এবং অবদানগুলো তুলে ধরে কুচকাওয়াজে মূকনাট্য প্রদর্শন করবে। 

উল্লেখ্য, ১৮৬৪ সালে কলকাতার ঘূর্ণিঝড়, ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরেই ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাত আইএমডি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App