অপারেশন সিঁদুরের প্রশংসা রাজনাথের
১৪ দেশ ভারতের কাছে ক্ষেপণাস্ত্র চেয়েছে!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত
চলতি বছরের মে মাসের শুরুতে পাকিস্তানে হামলা চালায় ভারত।দিল্লি এই সামরিক অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর।
এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। এই যুদ্ধে নিজেদের প্রযুক্তিতে তৈরি ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্রের কদর বেড়েছে। এখন পর্যন্ত ১৪টি দেশ ভারতের কাছ থেকে এ ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে।
রোববার (১৩ জুলাই) উত্তর প্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্র বানু গুপ্তর একটি ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।
আরো পড়ুন : বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত
এরপরই অপারেশন সিঁদুর ও ব্রক্ষ্মোস ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলেন রাজনাথ। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্রগুলো লখনৌ থেকে রপ্তানি করা হবে। এতে রাজ্যে কর্মসংস্থান বাড়বে।
এছাড়া উত্তরপ্রদেশের উগ্রপন্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ব্যাপারে কথা বলেন রাজনাথ। তিনি দাবি করেন, আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশে আইন ও শাসন শক্তিশালী অবস্থানে রয়েছে।
৭ থেকে ১১ মে পর্যন্ত হওয়া এ যুদ্ধে ভারত তাদের অন্তত ছয়টি যুদ্ধবিমান হারায়। যারমধ্যে সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমানও ছিল। এছাড়া দুই দেশেই অনেক মানুষ নিহত হন।