×

ভারত

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে ১৯ নিহত

ছবি : সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের শেভেলা মন্ডলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে বাসটিকে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও পুলিশ একযোগে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের বাস থেকে বের করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরো পড়ুন : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৭

মাত্র দুই দিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটলো। এর আগে শনিবার ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে অন্তত ১৮ জন নিহত ও তিনজন আহত হন।

রাজ্য পুলিশের বরাতে জানানো হয়, রাজস্থানের ওই দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান। নিহতরা সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা এবং বিকানার জেলার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

রাজনীতি নয়, দেশ আগে

রাজনীতি নয়, দেশ আগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App