×

আন্তর্জাতিক

জাপানি ৩ সেনা যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম

জাপানি ৩ সেনা যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত

এক নারী সহকর্মীকে যৌন নিপীড়নের দায়ে সাবেক তিন জাপানি সেনাকে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন তারা।

২৪ বছর বয়সী রিনা গনোই ২০২২ সালে ইউটিউবে তার সঙ্গে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনার বিবরণ দিয়ে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার পরেই এই যুগান্তকারী রায় আসে। খবর বিবিসির।

পরে ফুকুশিমার আদালত গত মার্চে দেয়া আগের রায় পাল্টে তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।

জাপানের সমাজ প্রচণ্ড রক্ষণশীল, যেখানে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলা এক ধরনের ট্যাবু।

মঙ্গলবার ফুকুশিমার ওই আদালত মঙ্গলবারের রায়ে অভিযুক্তদের সেনাবাহিনী থেকে দুই বছরের বহিষ্কারাদেশ দেন। অভিযুক্ত সাবেক তিন সেনা হলেন- শুতারো শিবুয়া, আকিতো সেকিন ও ইয়োসুকে কিমেজাওয়া।

এ বছরের জুনে জাপান যৌন অপরাধ সংক্রান্ত আইন সংশোধন করে, যার মধ্যে ধর্ষণের সংজ্ঞা পুননির্ধারণ এবং সম্মতির বয়স বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত করে। আইন সংশোধনের পর জাপানে যৌন নিপীড়নের বিষয়ে এটিই প্রথম বড় কোনো রায়।

গনোই বিবিসির ২০২৩ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর একজন। তিনি টাইমসের হানড্রেড নেক্সট এর ১০০ এর মধ্যেও স্থান পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App