×

আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনাচৌকিতে হামলা, নিহত ১১ সেনা-পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০৩:০৯ পিএম

আফগানিস্তানে সেনাচৌকিতে হামলা, নিহত ১১ সেনা-পুলিশ

ফাইল ছবি।

আফগানিস্তানে সরকার ঘোষিত তালেবানের সঙ্গে আলোচক দলের সংলাপে প্রস্তুত তালেবান এমন ঘোষণা আসার ১ দিন পরেই দেশটির সেনাবাহিনীর নিরাপত্তাচৌকিতে তালেবানের হামলায় আফগানিস্তানে ১১ সেনা ও পুলিশ নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

মঙ্গলবার (৩১মার্চ) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তালেবান গোষ্ঠী সোমবার শেষ বেলায় দেশটির দক্ষিণাঞ্চীয় জাবুলপ্রদেশের আঘ্রাহানদাব জেলায় আফগান সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালালে এসব সেনা নিহত হন। এ সময় দুপক্ষের সংঘর্ষে কয়েকজন তালেবানও নিহত হন বলেও বিবৃতিতে বলা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও সরকারের ধারণা এটি তালেবানদেরই কাজ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবান পিছু হটতে বাধ্য হয়। তবে দুঃখজনকভাবে ছয় সেনা নিহত হয়েছেন। তবে জাবুলে একটি আফগান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, এটি আফগান সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল ছিল এবং এতে কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন।

এ সময় অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীরা বেশ কিছু অস্ত্র নিয়ে ওই এলাকা পালিয়ে গেছে বলেও ওই সূত্রটি জানিয়েছে। তবে জাবুলপ্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ারমাল সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে তালেবানদের পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App