×

আন্তর্জাতিক

ফিলিস্তিনপন্থী রাজনৈতিক দল করছেন অষ্ট্রেলিয়ান সিনেটর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পিএম

ফিলিস্তিনপন্থী রাজনৈতিক দল করছেন অষ্ট্রেলিয়ান সিনেটর

ছবি: সংগৃহীত

   

অস্ট্রেলিয়ার একজন প্রো-প্যালেস্টিনীয় সিনেটর বুধবার (৯ অক্টোবর) তার নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। গত জুলাইয়ে লেবার পার্টি থেকে পদত্যাগ করার পর ফাতিমা পেইম্যান এই ঘোষণা দেন। দলটি তিনি প্যালেস্টাইন ইস্যুতে পার্টির অবস্থান নিয়ে অসন্তোষের কারণে ছেড়েছিলেন।

ক্যানবেরার পার্লামেন্ট হাউসে সংবাদ সম্মেলনে ফাতিমা পেইম্যান তার নতুন দল ‘অস্ট্রেলিয়ান ভয়েস’ এর ঘোষণা দেন। তিনি বলেন, ‘এটি শুধুই একটি দল নয়, বরং এটি একটি ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক অস্ট্রেলিয়ার দিকে এগিয়ে যাওয়ার একটি আন্দোলন।’

পেইম্যানের লেবার পার্টি ত্যাগের পেছনে প্রধান কারণ ছিল তার প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পক্ষে সংসদীয় প্রস্তাব সমর্থন করা। ফলে তাকে দলের পক্ষ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর পরপরই তিনি পার্টি থেকে পদত্যাগ করেন এবং স্বাধীন সিনেটর হিসেবে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ইতিহাস আমাদের দিকে তাকিয়ে দেখবে যে আমরা মানবতার পক্ষে দাঁড়িয়েছিলাম, যদিও তা কঠিন ছিল।’

অস্ট্রেলিয়ার লেবার পার্টি গাজা নিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেও, তারা আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এতে প্রো-প্যালেস্টাইন সমর্থকরা অসন্তুষ্টি প্রকাশ করেছে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রো-প্যালেস্টাইন আন্দোলনকারীরা সরকারের কাছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে, বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে। ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর হামাসের একটি বড় হামলার পর গাজায় হামলা তীব্রতর করে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদেরকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল।

আরো পড়ুন: নেতানিয়াহু-বাইডেন ফোনালাপ: গাজা-লেবানন নিয়ে উত্তপ্ত আলোচনা!

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সামরিক হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও প্রায় ৯৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই সামরিক অভিযান এবং দীর্ঘ অবরোধের কারণে অঞ্চলটির প্রায় সমগ্র জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের সম্মুখীন হচ্ছে।

আনাদোলু এজেন্সি অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App