×

আন্তর্জাতিক

মালদ্বীপে ২৪.১২.২৪-তে বিয়ের রেকর্ড!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম

মালদ্বীপে ২৪.১২.২৪-তে বিয়ের রেকর্ড!

ছবি : সংগৃহীত

মালদ্বীপের তরুণ-তরুণীর কাছে ২৪.১২.২৪ তারিখটি বিশেষ দিন । এই ম্যাজিক ফিগারকে স্মরণীয় করে রাখতে দেশটিতে একদিনে রেকর্ড ৫২টি বিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রেকর্ড ৫২টি বিয়ে হয়েছে। দেশটিতে আনুষ্ঠানিকভাবে ১৬টি এবং অনানুষ্ঠানিকভাবে ৩৬টি বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে মালদ্বীপের পারিবারিক আদালত। খবর সান এমভির।

দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটির জনসংখ্যা প্রায় ৬ লাখের মতো। দেশটিতে বাংলাদেশসহ কয়েকটি দেশের প্রবাসী আছেন এক-তৃতীয়াংশ। এত কম মানুষের দেশের বাসিন্দারা বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ এই দিনকে বেছে নিয়েছেন। 

তবে ২৪.১২.২৪-তে বিয়ে করতে ফ্যাশন সচেতন যুগলদের যেমন হিড়িক দেখা গেছে, অন্য কোনো দিবসে তেমনটা দেখা মেলা ভার।

চলতি বছরে এমন আরো একটি ম্যাজিক ফিগারে এ রকম বিয়ে হয়েছে, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বিবাহের তারিখ ছিল ২৪.৪.২৪। এদিন দেশটিতে ৩৮টি বিয়ে হয়।

মালদ্বীপের পারিবারিক আদালত জানিয়েছে, দেশটিতে বিয়ে বিচ্ছেদের চাহিদা বেশি থাকায় আগামী বছরের সপ্তাহের সব দিন এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও বিয়ের আনুষ্ঠানিকতা করবে।

এর আগে দেশটির আদালত সাপ্তাহিক ছুটির দিনে কোনো বিবাহের আনুষ্ঠানিকতা হতো না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

ব্যাংকে বিত্তশালীদের হিসাব ১ লাখ ২৮ হাজার

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে

অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহারে অঙ্গীকার দাবি, ৫২ ‍সুপারিশ টিআইবির

অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহারে অঙ্গীকার দাবি, ৫২ ‍সুপারিশ টিআইবির

নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App