×

আন্তর্জাতিক

ছুটি না পেয়ে ৪ সহকর্মীকে ছুরিকাঘাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

ছুটি না পেয়ে ৪ সহকর্মীকে ছুরিকাঘাত

ছবি: ভিডিও থেকে নেয়া

ভারতের পশ্চিমবঙ্গের নিউটাউন এলাকায় একটি সরকারি কারিগরি শিক্ষাকেন্দ্রে ছুটি না পাওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। ঘটনার পরপরই আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ এবং শেখ সাতাবুল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, অমিত কুমার সরকার নামের ওই ব্যক্তি ছুটি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সহকর্মীদের ওপর হামলা করেন। পুলিশ জানিয়েছে, হামলার পর অমিত সরকার রক্তমাখা ছুরি নিয়ে ঘুরে বেড়ান, যা ক্যামেরায় ধারণ করা হয়েছে। কেন তাকে ছুটি দেয়া হয়নি, তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের ধারণা, মানসিক সমস্যার কারণে তিনি এমন আচরণ করেছেন। পুলিশ অমিত সরকারকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

একটি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অমিত সরকার ছুরি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তার পিঠে একটি ব্যাগ ছিল এবং অন্য হাতে ছুরি নিয়ে তিনি পথচারীদের সাবধান করে বলছিলেন, আমার কাছে না আসুন। কিছু পথচারী তাকে মোবাইল ফোনে ছবি তুলতে দেখা যায়।

সিনিয়র পুলিশ কর্মকর্তারা জানান, অমিত সরকার বৃহস্পতিবার সকালে তার সহকর্মীদের সঙ্গে ছুটি নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এরপর তিনি সহকর্মীদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করেন এবং পালানোর চেষ্টা করেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন: ৫ বছরে প্রথম সুদের হার কমাল ভারত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App