×

আন্তর্জাতিক

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সেখানে গাজা শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

ট্রাম্প বলেন, গত সপ্তাহে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার পর গাজায় প্রায় দুই বছরের যুদ্ধের অবসান, হামাস কর্তৃক বন্দী জিম্মিদের মুক্ত করা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে নিরস্ত্র করার জন্য একটি চুক্তি কার্যকরভাবে সম্পন্ন হয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

রোববার (২৮ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক পোস্টে সম্ভাব্য অগ্রগতির কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই প্রথমবারের মতো বিশেষ কিছুর জন্য প্রস্তুত। আমরা এটি সম্পন্ন করব।

তবে সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু আশাবাদের খুব কম কারণ দেখিয়েছেন। গত শুক্রবার জাতিসংঘে দেয়া এক ভাষণে তিনি হামাসের বিরুদ্ধে ‘কাজ শেষ করার’ অঙ্গীকার করেন এবং পশ্চিমা দেশগুলো সম্প্রতি স্বীকৃতিপ্রাপ্ত একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে অবরুদ্ধ করার প্রতিশ্রুতি দেন।

নেতানিয়াহু গাজা শহরে সামরিক অভিযান বন্ধ করতেও অনিচ্ছুক বলে মনে হচ্ছে। সেখান থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লক্ষ লক্ষ মানুষ পালিয়ে গেছে। ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে এটি নেতানিয়াহুর হোয়াইট হাউসে চতুর্থ সফর। কারণ, মার্কিন প্রেসিডেন্ট এমন একটি সংঘাতের অবসান ঘটাতে লড়াই করছেন, যা তিনি কয়েক দিনের মধ্যে সমাধান করতে পারবেন বলে জানিয়েছেন।

সাধারণত নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র, ট্রাম্প হতাশার কারণও দেখিয়েছেন। গত সপ্তাহে নেতানিয়াহুকে অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন তিনি। যেমন- নেতানিয়াহুর মন্ত্রিসভার কিছু সদস্য আহ্বান জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কাতারে হামাস সদস্যদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলারও বিরোধিতা করেছেন।

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবার ট্রাম্পকে তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তি বহাল রাখার আহ্বান জানিয়েছে। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম ট্রাম্পের কাছে একটি খোলা চিঠিতে লিখেছে, আপনার আনা চুক্তিকে নষ্ট করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য আমরা শ্রদ্ধার সঙ্গে আপনাকে অনুরোধ করছি।

ঝুঁকি অনেক বেশি এবং আমাদের পরিবারগুলো এই অগ্রগতি ব্যাহত করার জন্য কোনো হস্তক্ষেপের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে।

মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো নাটান স্যাকস বলেন, বৈঠকের ফলাফল নির্ভর করবে নেতানিয়াহুর ওপর  ট্রাম্প কতটা চাপ প্রয়োগ করতে ইচ্ছুক, যাতে ইসরায়েল ও হামাস উভয়ই এখনও বিক্রি হয়নি এমন একটি চুক্তি মেনে নেয়া যায়।

বার্তা সংস্থা এএফপি’কে তিনি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া এবং হামাসকে পরাজিত করার ব্যাপারে নেতানিয়াহুর স্পষ্ট পছন্দ আছে। কিন্তু আমি মনে করি না, ট্রাম্পের পক্ষে তাকে রাজি করা অসম্ভব। এজন্য ট্রাম্পের কাছ থেকে প্রচুর চাপ এবং একটি খুব স্পষ্ট ও টেকসই কৌশলের প্রয়োজন হবে।

এদিন মার্কিন পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১:১৫ মিনিটে দুই নেতা একটি সংবাদ সম্মেলন করবেন। - ‘কাজ শেষ করো’ -

গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর চুক্তির সম্ভাবনা সম্পর্কে ক্রমশ আশাবাদী হয়ে ওঠেন ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন নেতৃত্বাধীন ২১ দফা চুক্তি রূপ নিতে শুরু করেছে বলে জানা গেছে। যার মধ্যে থাকবে হামাসের নিরস্ত্রীকরণ, সমস্ত জিম্মিকে মুক্তি এবং যুদ্ধবিরতি।

মার্কিন প্রস্তাবের অধীনে গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সম্ভাব্য নেতা হিসেবে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম প্রচার করা হয়েছিল। ‘গাজা আন্তর্জাতিক ট্রানজিশনাল অথরিটি’ নামে পরিচিত এই সংস্থাটি জাতিসংঘ এবং উপসাগরীয় দেশগুলোর সহায়তায় কাজ করবে। অবশেষে একটি সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করবে।

জাতিসংঘের ভাষণে নেতানিয়াহু গাজা শাসনে রামাল্লাহ-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা রাখার ধারণাটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন, যা ২০০৭ সালে হামাস ক্ষমতা দখলের আগ পর্যন্ত ছিল। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি গভীর সন্দেহ প্রকাশ করেন, যে পিএ সংস্কার করা যেতে পারে।

ফক্স নিউজকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি; বিশ্বাসযোগ্যতা বা সম্ভাবনা সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ যা সম্পূর্ণরূপে ধারা পরিবর্তন করে ইহুদি রাষ্ট্রকে গ্রহণ করে, যা তার সন্তানদের ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তাদের জীবনযাপন করার পরিবর্তে, ইহুদি রাষ্ট্রের সঙ্গে সহাবস্থান এবং বন্ধুত্বকে আলিঙ্গন করতে শেখায়।

- গাজা থেকে আওয়াজ -

গাজায়, হোয়াইট হাউসের বৈঠকের আগে মানুষ আশা, ক্লান্তি ও অবিশ্বাসের মিশ্রণ প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’-তে পরিণত করার ট্রাম্পের পূর্ববর্তী প্রস্তাবের কথা উল্লেখ করে ৩৪ বছর বয়সী মোহাম্মদ আবু রাবি বলেন, আমি ট্রাম্পের কাছ থেকে কিছু আশা করি না। কারণ, উনি গাজা উপত্যকা ধ্বংস করতে এবং রিভেরা প্রকল্প বাস্তবায়নের জন্য মানুষকে বাস্তুচ্যুত করতে নেতানিয়াহুকে সমর্থন করেন।

অন্যরা সতর্ক আশা প্রকাশ করেছেন। ৫৫ বছর বয়সী হোসাম আবদ রব বলেন, আমরা আশা করি; ট্রাম্পের পরিকল্পনা সফল হবে। আমরা চাই যুদ্ধ এবং হত্যাকাণ্ড বন্ধ হোক। সেনাবাহিনী গাজার সবকিছু ধ্বংস করে দিয়েছে; গাজা বসবাসের অযোগ্য’।

ইসরায়েলি সরকারি পরিসংখ্যান থেকে প্রাপ্ত এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ফলে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের বিশ্বাসযোগ্য বলে মনে করা হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের আক্রমণে ৬৬,০০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে বহিষ্কার করলো স্কটিশ লেবার পার্টি

খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

আর্থিক খাতে হরিলুট খেলাপি ঋণে পথে বসতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ দেবেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App