×

আন্তর্জাতিক

ট্রাম্পের ভাষণ বিকৃতি

বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম

বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর মহাপরিচালক টিম ডেভি ও হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচারের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা এই সিদ্ধান্ত নেন।

সোমবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টিম ডেভি টানা পাঁচ বছর ধরে বিবিসির সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটিকে ঘিরে ধারাবাহিক পক্ষপাতিত্বের অভিযোগ ও বিতর্কের কারণে তার ওপর চাপ ক্রমশ বাড়ছিল। একসঙ্গে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগকে বিবিসির ইতিহাসে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, বিবিসির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামা-তে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করা হয়। ভাষণের দুটি অংশ কেটে জোড়া লাগিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন ট্রাম্প ক্যাপিটল হিলে সহিংসতা উসকে দিচ্ছেন।

এ ঘটনায় যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা বিবিসিতে সংস্কারের আহ্বান জানান, আর ট্রাম্প এই পদত্যাগকে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানান।

রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন, যেকোনো সরকারি প্রতিষ্ঠানের মতো বিবিসিও নিখুঁত নয়। আমাদের সবসময় স্বচ্ছ, উন্মুক্ত ও দায়বদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক বিতর্ক আমার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। তিনি বলেন, বিবিসি সামগ্রিকভাবে ভালো কাজ করছে, কিন্তু কিছু ভুল হয়েছে— আর সেই সর্বোচ্চ দায়িত্ব আমার।

অন্যদিকে ডেবোরা টারনেস বলেন, প্যানোরামা নিয়ে বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। পাবলিক লাইফের নেতাদের জবাবদিহি থাকতে হয়, তাই আমি পদত্যাগ করছি।

দ্য টেলিগ্রাফ প্রকাশিত অভ্যন্তরীণ নোটে আরো উল্লেখ করা হয়, বিবিসি আরবিক বিভাগে ইসরায়েল-গাজা যুদ্ধের কাভারেজে পক্ষপাতমূলক প্রতিবেদনের ব্যবস্থাগত সমস্যা রয়েছে, যার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি। নথিটি লেখেন বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটির সাবেক বহিরাগত উপদেষ্টা মাইকেল প্রেসকট। তিনি অভিযোগ করেন, ট্রান্সজেন্ডার ইস্যুতেও বিবিসির কাভারেজ ছিল একপেশে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেছিলেন, “আমরা ক্যাপিটলে যাব এবং আমাদের সাহসী কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।” কিন্তু বিবিসির প্যানোরামা সংস্করণে এটি দেখানো হয় এভাবে: “আমরা ক্যাপিটলে যাব... আমি তোমাদের সঙ্গে থাকব। আমরা লড়ব, আমরা কঠিনভাবে লড়ব।”

ভাষণের দুই অংশের মধ্যে আসলে প্রায় ৫০ মিনিটের ব্যবধান থাকলেও তা এডিট করে একত্রে সম্প্রচার করা হয়। হোয়াইট হাউস এই ঘটনাকে একশ শতাংশ মিথ্যা সংবাদ বলে সমালোচনা করে।

এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিবিসির শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করছেন বা বরখাস্ত হচ্ছেন কারণ তারা আমার নিখুঁত ভাষণ বিকৃত করেছে। এরা গণতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর অসৎ মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

ঢাকায় আকাশ মেঘলা, কমবে তাপমাত্রা

ঢাকায় আকাশ মেঘলা, কমবে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App