×

আইন-বিচার

কোটা আন্দোলন

বিএনপি নেতা স্বপন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম

বিএনপি নেতা স্বপন কারাগারে

ছবি: সংগৃহীত

দুই মামলায় টানা ১০ দিনের রিমান্ড শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (১ আগস্ট) মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগে মিরপুর মডেল থানার দায়েরকৃত মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কারাবিধি মোতাবেক প্রাপ্ত সব সুবিধা পাবেন তিনি।

আরো পড়ুন: রিজভী-পরওয়ারসহ ৬ জন রিমান্ডে

এর আগে গত ২১ জুলাই রাজধানীর ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে ডিবি পুলিশের একটি দল বিএনপির এই নেতাকে আটক করে। পরবর্তীতে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘটিত মহাখালির সেতু ভবনে হামলায় বনানী থানার মামলায় তাকে আসামী করে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে গত ২৭ জুলাই আদালতে হাজির করে পুলিশ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আসামি স্বপনের আইনজীবী রেজাউল ফয়েজ রিন্টু জানান, যখন আদালতে হাজির করা হয় তখন তার পুলিশি হেফাজতে থাকার সময়কাল দাড়িয়েছে টানা প্রায় ১২ দিন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত উদ্ধৃতি করে এই আইনজীবী আরো জানান, একজন কার্ডিয়াক পেশেন্টকে টানা ১২ দিন পুলিশি হেফাজতে রাখা তার সার্বিক স্বাস্থ্যের পরিস্থিতিকে গভীর সংকটের মুখে ফেলে দিতে পারে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App