ডা. মোস্তফা আলম বনি’র নতুন বই ‘গল্প ছন্দে স্বাস্থ্যকথা’ আসছে বইমেলায়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

‘গল্প ছন্দে স্বাস্থ্যকথা’ বইটি পাওয়া যাবে একুশে বইমেলার ৭৩৬-৭৩৭ নম্বর স্টলে।
আসন্ন অমর একুশে গ্রন্থমেলা- ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে স্বনামধন্য চিকিৎসক ও লেখক ডা. মোস্তফা আলম বনি’র নতুন বই ‘গল্প ছন্দে স্বাস্থ্যকথা’। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচিত এ বইটিতে গল্প ও কবিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
লেখক স্বাস্থ্যবিষয়ক জটিল তথ্যগুলো সহজ ভাষায় তুলে ধরে বইটি তথ্যসমৃদ্ধ ও বিনোদনমূলক হিসেবে উপস্থাপন করেছেন। বইটি শুধু স্বাস্থ্যসচেতন পাঠকদের জন্য নয়, শিশু-কিশোরদের স্বাস্থ্য শিক্ষা প্রদানের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর হতে পারে।
‘গল্প ছন্দে স্বাস্থ্যকথা’ বইটি পাওয়া যাবে একুশে বইমেলার ৭৩৬-৭৩৭ নম্বর স্টলে। বইপ্রেমী এবং স্বাস্থ্যসচেতন দর্শনার্থীদের জন্য এটি হতে পারে মেলার অন্যতম আকর্ষণ।
এই বিষয়ে ডা. মোস্তফা আলম বনি বলেন, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো আমার দীর্ঘদিনের স্বপ্ন। এই বইটি পাঠকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে বলেই আমি আশাবাদী। বইটির মূল্য পাঠকদের নাগালের মধ্যেই রাখা হয়েছে। বইমেলায় বিশেষ ছাড়ে পাওয়া যাবে এটি।