নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কোম্পানির বিপুল পরিমাণ বন্ড বা ঋণপত্র কিনেছেন। এই বিনিয়োগের ফলে বিনোদন ও ওটিটি প্ল্যাটফর্ম জগতে তার নাম আলোচনা সৃষ্টি করেছে।
বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম হলিউড রিপোর্টারের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স থেকে মোট ১০ লাখ ডলারের সমমূল্যের বন্ড কিনেছেন। নেটফ্লিক্সের বন্ডের মেয়াদ ২০২৯ সালের নভেম্বরে শেষ হবে, আর ওয়ার্নার ব্রাদার্সের বন্ডের মেয়াদ ২০৩০ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
বিবরণীতে দেখা গেছে, ট্রাম্প দুই দফায় নেটফ্লিক্সের বন্ড কেনেন—প্রথম দফা ১২ ডিসেম্বর এবং দ্বিতীয় দফা ১৬ ডিসেম্বর। একই সময় ওয়ার্নার ব্রাদার্সের বন্ডও সমপরিমাণ মূল্যে ক্রয় করা হয়।
হোয়াইট হাউসের দাবি, এই বিনিয়োগ ট্রাম্পের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়। এটি একটি ‘স্বয়ংক্রিয় বিনিয়োগ পদ্ধতির’ অংশ, যেখানে বাজারের শীর্ষ কোম্পানির তালিকা অনুসরণ করে অর্থ বিনিয়োগ করা হয়। পেশাদার ব্যবস্থাপকরা পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন, ট্রাম্প সরাসরি কোনো হস্তক্ষেপ করেননি।
তথ্য অনুযায়ী, ট্রাম্প শুধু নেটফ্লিক্স বা ওয়ার্নার ব্রাদার্সেই বিনিয়োগ করেননি। ডিসেম্বরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিউনিসিপ্যাল বন্ড, জেনারেল মোটরস, বোয়িং, মেসিস এবং ভিক্টোরিয়াস সিক্রেটের মতো বড় কোম্পানির বন্ডও কিনেছেন। এই বিনিয়োগ তালিকায় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে তার পোর্টফোলিও বৈচিত্র্যময় করা হয়েছে।
