×

মধ্যপ্রাচ্য

প্রতিদিন গাজায় ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ এএম

প্রতিদিন গাজায় ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ

৩৩ জিম্মিকে মুক্তি দেবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে রবিবার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন গাজায় ৬০০টি ট্রাক প্রবেশ করবে। এর মধ্যে ৫০টি থাকবে জ্বালানিবোঝাই ট্রাক।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন গাজার যুদ্ধবিরতির এই চুক্তি অনুয়ায়ী প্রতিদিন গাজায় ৬০০টি ট্রাক প্রবেশের ব্যবস্থা করবে, যার মধ্যে ৫০টি ট্রাকে থাকবে জ্বালানি। খবর টাইমস অব ইসরায়েলের।

আলোচিত যুদ্ধবিরতি রবিবার সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে গাজায় দীর্ঘদিনের অবরোধের পর নতুন করে সাহায্যের প্রবাহ শুরু হবে। 

মিশরের রাফাহ সীমান্তে ইতোমধ্যে শত শত ট্রাক লাইন ধরে প্রস্তুত রয়েছে। এই সীমান্তটি আগে থেকে সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তবে গত বছরের মে মাসে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অংশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এটি বন্ধ ছিল।  

আবদেলআত্তি বলেন, আমরা আশা করছি প্রতিদিন ৩০০টি ট্রাক গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করবে। গাজার এই অংশে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন, যাদের মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই অঞ্চলের পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছে। 

আরো পড়ুন : রাফাহ সীমান্ত থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

মিশরের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই চুক্তি শুধুমাত্র মানবিক সাহায্যের প্রবাহ বাড়াবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

অবরুদ্ধ গাজাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত দিন আজ রবিবার (১৯ জানুয়ারি)। স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। 

এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিটি শেষ পর্যন্ত কার্যকর হচ্ছে।

রবিবার ভোরে আরব নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার রাফাহ অঞ্চল থেকে মিশর ও গাজার সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের দিকে তাদের সেনা প্রত্যাহার শুরু করেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নিজেদের কব্জায় থাকা ৩৩ জিম্মিকে মুক্তি দেবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। রবিবার বিকেলে ছাড়া পাবে ৩৩ ইসরায়েলি জিম্মি।

এর বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ৭৩৭ ফিলিস্তিনিদের মধ্যে থেকে প্রথম দফায় রবিবার ছাড়া পাবেন ৯৫ জন ফিলিস্তিনি। 

তিনটি ধাপে অন্তর্ভুক্ত যুদ্ধবিরতির প্রথম ধাপটি ছয় সপ্তাহের তথা ৪২ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে।

এই সময়কালে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে। যাদের মধ্যে নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সি পুরুষ রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের কারাগারে থাকা ৭৩৭ জন ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App