হামাসের সঙ্গে গভীর আলোচনায় যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব, জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু ঘটবে। কিন্তু হামাস যদি গাজা থেকে জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। খুব খারাপ হবে বলে আমার আশঙ্কা।
আরো পড়ুন : গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, বলছেন বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি নেই, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তার ভাষায়, আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে, তখন তাদের ফেরত পাওয়া কঠিন হয়ে যায়। যদি বড় ধরনের প্রচেষ্টা না চালানো হয়, তবে তাদের মুক্ত করা সম্ভব হবে না। কিন্তু অতিরিক্ত কিছু করা মানে আত্মসমর্পণ করা। সেটিও ভালো নয়। এটি নিঃসন্দেহে অত্যন্ত কঠিন পরিস্থিতি।
এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আন্দোলনকারীরা যুদ্ধবিরতি ও হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, সাধারণ ইসরায়েলিদের এ আন্দোলনের কারণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে।
এর আগে গত সপ্তাহে নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প জিম্মিদের মুক্তি নিয়ে সরাসরি আহ্বান জানান। তিনি লিখেন, ২, ৫ বা ৭ জন নয়, সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে। হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয়, তাহলে ইতিবাচক কিছু ঘটবে।
হোয়াইট হাউজ সূত্র বলছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বেশ কিছু আঞ্চলিক অংশীদারের সঙ্গে সমন্বয় করে আলোচনার চেষ্টা চালাচ্ছে। তবে কূটনৈতিক এই প্রচেষ্টা কতটা সফল হবে, তা এখনো অনিশ্চিত।