×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে তীব্র আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এই অস্ত্র চালানে থাকবে হেলিকপ্টার, ট্যাংকসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রস্তাবিত চালানে থাকছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক।হেলিকপ্টারগুলোর মূল্য ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকগুলোর মূল্য ১৯০ কোটি ডলার। এছাড়া যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ বরাদ্দ রাখা হয়েছে আরো ৭০ কোটি ডলার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত অস্ত্রগুলো এ অভিযানে ব্যবহার করা হবে।

আরো পড়ুন : কাতারে ইসরায়েলি হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৬ হাজার।

গত দুই বছরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ছয়বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে প্রস্তাবগুলো বাতিল করেছে।

এদিকে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স ও সৌদি আরব। এর মধ্যেই ইসরায়েলের কাছে নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, প্রকাশ্যে বেবিবাম্প

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, প্রকাশ্যে বেবিবাম্প

আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান : ফখরুল

আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান : ফখরুল

বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App