×

মধ্যপ্রাচ্য

গাজামুখী নৌবহর আটক, শহিদুল আলম অপহৃত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

গাজামুখী নৌবহর আটক, শহিদুল আলম অপহৃত

গাজামুখী সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের বহনকারী নৌবহরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত

গাজামুখী সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের বহনকারী নৌবহরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি সেনারা দ্য কনশেনস নামের জাহাজটির দখল নিয়েছে। এই জাহাজে মোট ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী ছিলেন। এর আগে গাজা অভিমুখী আরো তিনটি ছোট নৌযানকেও ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

কনশেনস জাহাজটিতে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমও ছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে অভিযান চালানোর বিষয়টি স্বীকার করেছে। মন্ত্রণালয়ের দাবিতে বলা হয়েছে, বৈধ নৌ অবরোধ ভেঙে যুদ্ধাঞ্চলে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে।

আরো পড়ুন : শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

তারা আরো জানিয়েছে, নৌযানগুলো ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সবাই নিরাপদ ও সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে, বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে পোস্ট করা এক ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমাদের বহনকারী গাজামুখী জাহাজটি ইসরায়েলি বাহিনী মাঝসমুদ্রে আটকে দিয়েছে এবং আমাকে অপহরণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে।

শহিদুল আলম যে জাহাজে ছিলেন, সেই কনশেনস নৌযানটি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা -এর যৌথ বহরের অংশ। সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত এই নৌবহর গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে শহিদুল আলম জানিয়েছিলেন, তাঁদের জাহাজটি বুধবার ভোরের মধ্যে “রেড জোন”-এ পৌঁছাবে। তিনি “রেড জোন” বলতে সেই বিপজ্জনক সমুদ্রসীমাকেই বুঝিয়েছেন, যেখানে সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নামের নৌবহর আটক করে এবং বেশ কয়েকজন অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছিল।

সুমুদ ফ্লোটিলা নৌবহরটিও গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, তবে সেটিও ইসরায়েলি সেনারা মাঝপথে আটকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

সাবেক মেয়র তাপসের ৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক মেয়র তাপসের ৩ ব্যাংক হিসাব ফ্রিজ

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উচ্ছ্বাসের জোয়ার

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে উচ্ছ্বাসের জোয়ার

৮ দাবিতে বান্দরবানে হরতালের ডাক

৮ দাবিতে বান্দরবানে হরতালের ডাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App