রেড ক্রসের মাধ্যমে ৭ ইসরায়েলি জিম্মি হস্তান্তর করল হামাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। ছবি : সংগৃহীত
দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতির মধ্যে সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। মুক্তিপ্রাপ্ত সবাই পুরুষ বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস।
সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ভোরে জিম্মিদের রেড ক্রসের জিম্মায় হস্তান্তর করে হামাস। পরে রেড ক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। খবর এএফপি এবং টাইমস অব ইসরায়েলের।
মুক্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা হলেন, জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল। এটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম জিম্মি মুক্তির ঘটনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন পরিকল্পনার ভিত্তিতে গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। উভয় পক্ষের সম্মতিতে গত শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস জীবিত ২০ জন জিম্মির একটি তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তর করে। তাদের মধ্য থেকেই সোমবার ৭ জনকে মুক্তি দিয়েছে গোষ্ঠীটি।
আরো পড়ুন : গাজাবাসীর জন্য ২ কোটি পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় প্রায় ১ হাজার হামাস যোদ্ধা। এলোপাতাড়ি গুলিতে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ইসরায়েল প্রতিষ্ঠার পর এ ঘটনাই ছিল দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর জবাবে পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দুই বছরের অভিযানে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার।
বিগত সময়ে বেশ কয়েকবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও, তা স্থায়ী হয়নি। সেসব অস্থায়ী যুদ্ধবিরতির সময় কয়েক দফায় কিছু জিম্মিকে মুক্তি দেয় হামাস। তবে এখনো প্রায় ৪০ জন জিম্মি হামাসের হাতে রয়েছে, যদিও ইসরায়েলি সূত্র বলছে, তাদের মধ্যে জীবিত আছেন মাত্র ২০ জন।