×

মধ্যপ্রাচ্য

গাজায় ঢুকছে ৬০০ ত্রাণবাহী ট্রাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম

গাজায় ঢুকছে ৬০০ ত্রাণবাহী ট্রাক

ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করছে ৬০০ ত্রাণবাহী ট্রাক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দীর্ঘমেয়াদি সামরিক অভিযান ও খাদ্য–ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকটে ভোগা গাজাবাসীর জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ট্রাকগুলো ঢুকতে শুরু করবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। খবর রয়টার্সের।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরদিনই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। অভিযানের ফলে ত্রাণ ও খাদ্য সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। ইতোমধ্যেই ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে গাজায় প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

গাজায় ত্রাণ সহায়তা সাধারণত মিসর সীমান্তের রাফা ক্রসিং দিয়েই প্রবেশ করে। ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির প্রথম তিন দিনে প্রতিদিন রাফা ক্রসিং দিয়ে ৩০০টি করে ট্রাক প্রবেশ করেছিল।

আরো পড়ুন : আরো ৪ জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। জীবিত জিম্মিদের ফেরত দিলেও প্রথমে মাত্র চারজন মৃত জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস। এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েল অস্থায়ীভাবে ত্রাণ সরবরাহ বন্ধ করেছিল।

তবে পরবর্তীতে হামাস যখন বাকি মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করে, তখন ইসরায়েলি মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষায়, হামাস যদি চুক্তির শর্ত ভঙ্গ না করে, তবে প্রতিদিনই গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App