এন্টি করাপশন মুভমেন্ট ঢাকা বিভাগের সভাপতি সালমান, সাধারণ সম্পাদক ইউসুফ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
এন্টি করাপশন মুভমেন্ট ঢাকা বিভাগের সভাপতি সালমান, সাধারণ সম্পাদক ইউসুফ
দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কাজ করছে এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম)। সরকারকে সহযোগিতা করে জনসাধারণকে নির্বিঘ্নে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, চাকরি, বাসস্থানসহ দৈনন্দিন জীবন যেন সুন্দর ও নিখুঁত ভাবে পরিচালনা করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করাই এসিএম এর উদ্দেশ্য।
বৃহস্পতিবার এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) দুর্নীতি বিরোধী সোসাইটি আন্দোলন ঢাকা বিভাগীয় কমিটির ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। রাজধানীর বনানীস্থ এসিএমের নিজস্ব কার্যালয়ে যোগ্যতার ভিত্তিতে যাচাই বাঁচাইয়ের মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিটি চূড়ান্ত করা হয়।
বিশিষ্ট নির্মাতা ও সাংবাদিক সালমান মাহমুদকে সভাপতি ও ব্যবসায়ী ইউসুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি হিসেবে ড. এনায়েত উল্লাহ সৈয়দ শিপুল, এডভোকেট আবুল কালাম আজাদ, নাজমা ইসলাম ডলি, নাসিমা আক্তার, জাহিদ বাবুল, এস এম, রুবায়েত উল ফেরদৌস।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে শাহীন বাবু, শহিদুল ইসলাম, আতাউর রহমান অনন্ত, আতিক ডালিম। সাংগঠনিক ও প্রচার গবেষণা বিষয়ক সম্পাদক মৃদুল মিঠু। অর্থ সম্পাদক আহম্মেদ হোসেন ডিএম। আন্তর্জাতিক এবং আইসিটি বিষয়ক সম্পাদক জুয়েল রহমান। দফতর সম্পাদক জামাল শিকদার। নির্বাহী সদস্য হিসেবে আছেন ফয়সাল আহমেদ, জেরিনা আক্তার, শফিকুল ইসলাম শুভ, শামিম আহমেদ মামুন, সিয়াম হোসেন, রাফিয়াদ মাহমুদ সিজয় ও সাথি রহমান।
ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীতে আছেন রেদোয়ান আহমেদ, নাসিম রহমান প্রমুখ।
আগামী ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকাল ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট মিলনায়তনে "দেশের সু নাগরিকের দায়িত্ব এবং দুর্নীতি প্রতিরোধ আন্দোলন" শীর্ষক বিশেষ সেমিনার এবং এসিএম ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এন্টি করাপশন মুভমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল ইসলাম।
