যৌন হয়রানির অভিযোগ
জাহানারার অভিযোগে বিসিবির তদন্ত, আইনজীবীদের বিবৃতি প্রকাশ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের পক্ষ থেকে তাঁর নিযুক্ত আইন পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ একটি আনুষ্ঠানিক প্রেস বিবৃতি প্রকাশ করেছে। নারী ক্রিকেট কাঠামোর ভেতরে যৌন হয়রানি, দীর্ঘমেয়াদি মানসিক নির্যাতন এবং দলীয় কাঠামোয় বারবার পদ্ধতিগত উপেক্ষার যে অভিযোগ তিনি উত্থাপন করেছেন এই বিবৃতিটি তারই প্রেক্ষাপট তুলে ধরে।
সাম্প্রতিক সময়ে উল্লিখিত অভিযোগের বিভিন্ন দিক সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসায় বিষয়টি ব্যাপক জনমতের সৃষ্টি করে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাহানারা আলমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে এবং তার অভিজ্ঞতার একটি লিখিত বিবরণ দিতে অনুরোধ জানায়। পরবর্তীতে ৪ ডিসেম্বর বিসিবির গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির কাছে তিনি তার লিখিত বিবৃতি দাখিল করেছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, জাহানারা আলমের আইন পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’র পাশাপাশি পেশাদার ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) এবং এর সদস্য সংস্থা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডব্লিউএবি) তার পাশে থেকে সহায়তামূলক ভূমিকা পালন করছে।
মাহবুব অ্যান্ড কোম্পানি ও জাহানারা আলম বিসিবির অনুসন্ধান কমিটির প্রতি পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, যাতে তদন্তটি ন্যায়সংগত, নিরপেক্ষ ও যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অভিযোগগুলোর সংবেদনশীলতা ও গোপনীয়তা বিবেচনায় তাঁর লিখিত বিবৃতির বিস্তারিত প্রকাশ না করলেও, যৌন হয়রানি, মানসিক নির্যাতন এবং পদ্ধতিগত উপেক্ষার বিষয়গুলো তিনি সেখানে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন বলে জানানো হয়।
মাহবুব অ্যান্ড কোম্পানি আশা প্রকাশ করেছে যে তদন্তটি বাধাহীনভাবে এগিয়ে যাবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়সংগত ও সুষ্ঠু সমাধান নিশ্চিত হবে।
