×

জাতীয়

ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে হাদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে হাদি

ছবি: সংগৃহীত

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সরকারের সিদ্ধান্তের’ পরিপ্রেক্ষিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেলে হাদির একটি অস্ত্রপচার হয়েছে জানিয়ে পরিচালক বলেছেন, তার মাথায় গুলি রয়ে গেছে। তার বুকে ও পায়েও আঘাত আছে। যেগুলো সম্ভবত রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে।

এর আগে হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথা জানিয়ে তার অস্ত্রোপচার চলছিল বলে জানিয়েছিলেন পরিচালক অস্ত্রোপচারের পর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয় বলে জানান আসাদুজ্জামান।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি। মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথা জানান হাসপাতালের পরিচালক।

 ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মণিপুরী জীবনচিত্রের আলোকপ্রদর্শনী বিশ্বসাহিত্য কেন্দ্রে

৯ দিনব্যাপী প্রদর্শনী মণিপুরী জীবনচিত্রের আলোকপ্রদর্শনী বিশ্বসাহিত্য কেন্দ্রে

ক্ষমতার নতুন সমীকরণ: পরিবারতন্ত্রের অবসান থেকে ভূরাজনীতি পর্যন্ত

ক্ষমতার নতুন সমীকরণ: পরিবারতন্ত্রের অবসান থেকে ভূরাজনীতি পর্যন্ত

স্মার্টফোন আমদানি শুল্ক থেকে শুরু করে লাগেজ ভাঙচুর: কার দায়, কার জবাবদিহি?

স্মার্টফোন আমদানি শুল্ক থেকে শুরু করে লাগেজ ভাঙচুর: কার দায়, কার জবাবদিহি?

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App